স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরে তাছলিমা আক্তার (২৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ জানুয়ারি মঙ্গলবার রাতে শহরের একটি বাসা হতে এ লাশ উদ্ধার করা হয়।
এ ব্যপারে চাঁদপুর সদর মডেল থানার এসআই পলাশ বড়ুয়া জানান, উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকান্ড তা এখনি বলা সম্ভব নয়। কেননা মৃত নারীর পা খাটের ওপর বেঁকে ছিলো। যেখানে সে খাটে দাঁড়িয়ে থাকতে পারতো বোঝা যাচ্ছে।
তাছাড়া ওই নারীর গলায় ওরনা পেঁচিয়ে ছিলো। সেটি কি সে নিজেই পেঁচিয়েছে কিনা তা অনেকটা সন্দেহজনক। চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ হারুনুর রশীদ জানান,ঘটনাটি ঘটেছে একটি আবাসিক বাসার ৩য় তলায়। আমরা লাশের সাথে থাকা বেশ কিছু আলামত সংগ্রহ করেছি। তাছাড়া মৃত ওই তাছলিমা আক্তারের মোবাইল,এনআইডি কাডর্ (১০-১২-১৯৯২) সহ বেশকিছু আলামত তদন্তসাপেক্ষে হেফাজতে নিয়েছি।
এদিকে ঘটনাটি ঘটে শহরের জাবেদ আহমেদের আবাসিক বাসায়। তিনি ব্যাক্তিগত কাজে চাঁদপুরের বাহিরে রয়েছেন বলে তার আতী¡য় মিশু জানান। তিনি আরো জানান,মৃত তাছলিমার স্বামী পরিত্যাক্তা। তার স্বামী নাছির মতলব দক্ষিণ নায়ের গাঁও । মৃত তাছলিমার পৈত্রিক বাড়ী বরিশালের ঝালকাঠিতে।
সে প্রায় ১১ বছর পূর্বে এ বাসায় কাজের লোক হিসেবে কাজ শুরু করে। কিন্তু সাম্প্রতিক সময়ে সে মানসিক রোগীর মতো প্রায়ই আচারণ করতো। যেজন্য তাকে ডাক্তারি চিকিৎসার আওতায় পর্যন্ত রাখা হয়েছিল। এদিকে মিশুর এক চাচাতো ভাই তৌফিক জানায়,এই বাসায় মামী,মামাতো বোন ও ভাবী ছিলো। হঠাৎ এই খবর শুনে এসে দরজা লাথি মেরে খুলি। আর দরজা খুলে দেখি তাছলিমার ঝুলন্ত লাশ। এখন পুলিশ আমার মোবাইলটি পর্যন্ত হেফাজতে নিয়েছে।
এদিকে ঘটনার পর পরই ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান। তিনি জানান,পুরো ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করার চেষ্টা করছি। এখনি কিছু বলতে চাচ্ছি না। তবে তদন্তস্বার্থে আমরা এই বাসার যাকে যখন প্রয়োজন হবে তাকেই ডেকে নিয়ে কথা বলবো। এ সময় চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসানুল্লাহ,সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com