• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে সাংবাদিক হাবীবের বাবা, দোয়া কামনা

আপডেটঃ : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০

 

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ‘ইলশেপাড়’ পত্রিকার হাজীগঞ্জ ব্যুরো প্রধান, জাতীয় দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’ এর উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র বাবা মোহাম্মদ হারুন অর রশিদ (৬৫) গুরুত্বর অসুস্থ।

তিনি রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাষ্টোলিভার ইনিস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৭ জানুয়ারী তাকে লিভার, পিত্তথলি ও পিত্তথলিতে পাথর এবং জন্ডিস সংক্রান্ত রোগের কারনে উন্নত চিকিৎসার জন্য অত্র হাসপাতালে ভর্তি করানো হয়।

এছাড়াও তিনি পেট ব্যাথা, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। বর্তমানে তার শারিরিক অবস্থার আরো অবনতি হওয়ায় তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন।

এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বেসরকারি হাসপাতালে একই রোগের কারণে চিকিৎসা নিয়েছেন। মোহাম্মদ হারুন অর রশিদ হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের বাসিন্দা।

এ দিকে অসুস্থ্য পিতার সুস্থতা ও আরোগ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…