• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

শাহরাস্তি ছেলের হাতে পিতা খুন ॥ গুরুতর আহত মা

আপডেটঃ : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০

মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের স্বেতী নারায়ণপুর গ্রামে চেরাগ আলী নামে বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন পুত্র আকবর আলী। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা ফুলমতি বেগম।

 

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ওই গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম চেরাগ আলী, তিনি বিএডিসি’র অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। পুলিশ, প্রতিবেশী ও নিহতের পরিবার সূত্র জানায়, ওই গ্রামের মৃতঃ আঃ রহিমের পুত্র চেরাগ আলীর ৩ সন্তানের মধ্যে আকবর আলী (৪০) সবার বড়। সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল।

 

ঘটনার সময় আকবর আলী পিতা চেরাগ আলীর সাথে দুর্ব্যবহার করলে তিনি পুত্রকে পাগলা গারদে পাঠানোর কথা বলেন। এতে সে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে এলোপাতাড়ি পিতা চেরাগ আলী ও মা ফুলমতি বেগমকে বেপরোয়া কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই চেরাগ আলী নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় ফুলমতিকে হাসপাতালে পাঠায়।

 

নিহতের মেঝ পুত্র এমরান হোসেন জাফরের স্ত্রী হাসিনা বেগম জানান, আকবর আলী সবসময় যাকে তাকে ধরে মারধর করতো। তার ভয়ে আমরা এ বাড়িতে আসতাম না। তার পাগলাটে স্বভাবের কারণে ২ছেলে-মেয়ে নিয়ে স্ত্রী বাপের বাড়ি চলে গেছে।

 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জোবায়েদ কবির বাহাদুর জানান, চেরাগ আলীর বড় ছেলে আকবর আলী পাগল শুনেছি। তবে এ বিষয়ে এখনো সুনিশ্চিত কোন তথ্য পাইনি।

 

শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, সংবাদ পেয়ে আমি তাতক্ষনিক ঘটনাস্থলে আসি। আশেপাশের লোকজনের কাছে জানতে পেরেছি আকবর মানসিক ভারসাম্যহীন। তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…