অমরেশ দত্ত জয়ঃ
চাঁদপুর শহরের লেকের পাড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনার যন্ত্র পাহারায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পহেলা জানুয়ারি জেলা প্রশাসকের উদ্যোগে এই ক্ষণ গণণার যন্ত্রটি বসানো হয়েছে। এমনটি জানান চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন।তিনি জানান,লেকের পাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অস্থায়ীভাবে একটি ক্ষণ গণনা যন্ত্র বসানো হয়েছে ।
যার নিরাপত্তায় পুলিশ সুপারের নির্দেশে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরো জানান,২৪ ঘন্টা এটি নজরদারিতে রেখেছে পুলিশ সদস্যরা । মূলত এটির সুন্দর্য রক্ষার স্বার্থেই নিরাপত্তা দিচ্ছে পুলিশ। আগামী ১৭ই মার্চ পর্যন্ত পুলিশ ওখানে পাহাড়ায় থাকবে। এ জন্য ওখানে অস্থায়ীভাবে তাবু টানিয়ে পুলিশ সদস্যদের থাকার জন্যও আমাদের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে ।এদিকে আগামী ১০ জানুয়ারি সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনার উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সাথে ভিডিও কনফারেন্সে ৫ জানুয়ারি রবিবার সকালে এক প্রস্তুতিমূলক সভা করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লা আল মাহমুদ জামান,(এডিএম)মোহাম্মদ জামাল হোসেন,(সার্বিক) এস এম জাকারিয়া,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com