• শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন

হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আপডেটঃ : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

 

নিজস্ব প্রতিনিধিঃ
হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আহম্মদপুর ইউপি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব করা হয়।

উভয় পদে একের অধিক প্রার্থী থাকায় ভোট প্রয়োগে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক কাজী ফয়েজ আহম্মদ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও মতমাজ উদ্দিন মন্তু মেম্বর সহ ৪জন।

এদের মধ্যে নির্বাচনে সভাপতি পদে কাজী নুরুর রহমান বেলাল বিজয়ী হন। অপর দিকে সাধারণ সম্পাদক পদে লড়েন যুবলীগ নেতা গাজী মো ওয়ালী উল্যাহ, ইউপি মেম্বার ফিরোজ আহমেদ হিরা, মিজানুর রহমান ভুঁইয়া, মো. আলী আহম্মদ ভুঁইয়া, মোজাম্মেল হক কাজল, খোরশেদ আলম মারওয়ান, শাহ আলম খোকাসহ ৭জন। নির্বাচনে গাজী মো ওয়ালী উল্যাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

ভোটগ্রহণ শেষে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী। সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশ্রাব দুলাল ,আনোয়ারুল হক হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মজুমদার, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা প্রকৌ. মো. শফিকুর রহমান, আলহাজ¦ আনোয়ার হোসেন বতু, সত্য ব্রত ভদ্র মিঠুন, ইয়াছিন আরাফাত, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, যুগ্ম আহবায়ক জসিমউদ্দিন উপজেলা ছাএলীগের সাধারন সম্পাদক আবুইউসুফ মহন গাজি প্রমুখ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…