নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের এক ছাত্র ছুরিকাঘাতে খুনের শিকার হয়েছে । এ ঘটনায় নিহতের বন্ধুকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। নিহত ওই ছাত্রের নাম ইরফান আহমেদ (১৮)।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে হালিশহরের বড়পুল পিডিবি অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
ইরফান হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে। ইরফান নগরের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
ইরফানকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় সাদ্দাম (১৮) নামে এক জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সাদ্দাম হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার মো. লালনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ইরফান ও সাদ্দাম দুই বন্ধু। বিকেল বড়পুল পিডিবি অফিস এলাকার আড়ং ভবনের সামনে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নিজের সঙ্গে থাকা ছোড়া দিয়ে ইরফানকে আঘাত করে বন্ধু সাদ্দাম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে বলেন, ‘বিকেল সাড়ে চারটার দিকে গুরুতর আহত অবস্থায় কলেজ ছাত্র ইরফানকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের ছুরিকাঘাতে জখমের চিহ্ন পাওয়া গেছে।’
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com