• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

কচুয়ায় নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি

আপডেটঃ : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥

চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) শিক্ষার্থীদের নকল করার সহযোগিতার অভিযোগে দু’ই সহকারী শিক্ষককে চলতি দায়িত্ব থেকে (কেন্দ্রে দায়িত্ব পালন) অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি পরীক্ষার দিনে ওই কেন্দ্রে পরিদর্শন কালে জেলা শিক্ষা অফিসার মো. শাহাবুদ্দিন তাদের অব্যাহতি দেন। অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন,করইশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশিদা বেগম ও তালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. শামিমা আক্তার।

এছাড়াও ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কচুয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র সরকার, কেন্দ্র সচিব, মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, হল সুপার-চাঙ্গিনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম, ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক-সহকারী হল সুপার মো. কামাল হোসেনকে সঠিত ভাবে দায়িত্ব পাললে আরো সতর্কতার কঠোর নির্দেশ দেন, জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়ার রসুল।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…