• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন

মতলব উত্তরে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেটঃ : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

 

মনিরুল ইসলাম মনির ॥
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১১ নভেম্বর) বিকালে ছেঙ্গারচর বাজারস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির। সাধারন সম্পাদক কাজী শরীফের পরিচালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্ল্যাহ মাষ্টার, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ।আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইয়ার হোসেন, প্রচার সম্পাদক রেফায়েত উল্ল্যাহ দর্জি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, তথ্য ও গবোষনা বিষয়ক সম্পাদক এ্যাড. মহসীন মিয়া মানিক, সদস্য আশরাফুল আলম মিলন, কাজী হাবিবুর রহমান, সাবেক কমিশনার জামান সরকার, যুবলীগ নেতা মনির হোসেন, ষাটনল ইউনিয়নন যুবলীগ সাধারণ সম্পাদক টিটু। এসময় উপজেলা যুবলীগ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, আমাদের দলকে ঐক্যবদ্ধ করতে হবে। আগামীদিনের জন্য দলকে আরো শক্তিশালী করে তোলতে হবে। স্বাধীনতা বিরোধী চক্ররা মাথা চারা দিয়ে উঠেছে। তারা যাতে দেশে অস্থিরতা তৈরি করতে না পারে সেজন্য সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বক্তারা আরো বলেন, যারা বিগত সময়ে আওয়ামীলীগকে মামলা হামলা দিয়ে নির্যাতন করেছে তাদের সাথে কোন আপোষ নেই। তারা দলে যোগ দিতে চাইলেও নেওয়া যাবেনা। সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামীর জন্য দলকে শক্তিশালী করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…