• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন

চাঁদপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ঘৃত প্রদীপ প্রজ্জ্বালন উৎসব

আপডেটঃ : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

 

অমরেশ দত্ত জয়ঃ

চাঁদপুর পুরানবাজারের দাসপাড়ায় এই প্রথম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ঘৃত প্রদীপ প্রজ্জ্বালন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় দাসপাড়া শ্রী শ্রী কালী মন্দির ও শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে দাসপাড়া ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উদযাপন পরিষদের আয়োজনে এই অনুষ্ঠান হয়।এতে প্রধান অতিথির বক্তব্যে এনএসআই চাঁদপুরের যুগ্ম পরিচালক মোঃ আজিজুল হক বলেন,সত্য সুন্দরের জন্য মহাপুরুষ জন্ম নেন।আর আমরা সেই মহাপুরুষদের অনুসরন করি।

আমাদের ইতিহাস সে সম্পর্কে সাক্ষী রয়েছে। আমি বলতে চাই পূর্ণলাভের জন্য আজ যারা এখানে এসেছেন।সকলের সফলতা কামনা করছি ।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়,সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা,দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না,প্রচার সম্পাদক নেপাল সাহা,সমাজকল্যাণ সম্পাদক লিটন সাহা,সহ-সমাজ কল্যাণ সম্পাদক লিটন মজুমদার,পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর লতিফ গাজী,পুরানবাজার দাসপারা দূর্গাপূজা মন্দির কমিটির সভাপতি প্রদীপ কুমার দাস,সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস প্রমুখ।দাসপারা পঞ্চায়েত কমিটির সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় অফিসার দুলাল চন্দ্র দাসের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন তহশিলদার বিশ্বনাথ দাস,জি.জি স্টোরের সনজিব সাহা মিঠু,সুব্রত দাস,শাওন দাস।অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দকে মন্ত্রপাঠ করান পুরানবাজার পালপারার পূজারী উত্তম গোস্বামী।পরে সনাতনধর্মালম্বি ভক্তবৃন্দরা পুরানবাজার ডিগ্রী কলেজ ঘাটে ডাকাতিয়ায় প্রদীপ ভাসিয়ে দেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…