নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় গ্রামীণ বাণিজ্যালয় নামের একটি আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সেলিম হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় জানানো হয়, বুধবার থেকে মিয়ানমারের পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকার বেশি বিক্রি করলে জেল-জরিমানা করা হবে।
অভিযানে অংশ নেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক শাহিদা সুলতানা, র্যাব ও পুলিশ সদস্যরা।
মো. সেলিম হোসেন সাংবাদিকদের জানান, মিয়ানমার থেকে ৪২ টাকা দরে আমদানি করা পেঁয়াজ সব খরচ, মুনাফাসহ ৬০ টাকার বেশি পাইকারি মূল্য হতে পারে না। খুচরা পর্যায়ে এটি ৭০ টাকা হওয়া উচিত। কিন্তু আড়তে ৯০ টাকা দামে বিক্রি হচ্ছে, যা অযৌক্তিক। এ সময় তিনি টেকনাফের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানান।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com