• শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

হাজীগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবীতে কর্মসূচী

আপডেটঃ : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
চাকরি স্থায়ীকরণের দাবীতে চাঁদপুরের হাজীগঞ্জে অবস্থান কর্মসূচী পালন করেছে উপজেলা কর্মরত ন্যাশনাল সার্ভিসের কর্মীরা। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা পরিষদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্ত্বরে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।
অবস্থান কর্মসূচী শেষে উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকতার (ইউএনও) বৈশাখী বড়ুয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেন ন্যাশনাল সার্ভিস একতা পরিষদের নেতৃবৃন্দ। এরপর সংবাদকর্মীদের উদ্দেশ্যে প্রেস ব্রিফ করেন তারা। প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, চাকরি স্থায়ীকরণের দাবী জানান নেতৃবৃন্দ।
ন্যাশনাল সার্ভিস একতা পরিষদের উপজেলা সভাপতি মো. মঞ্জুর আলম পাটওয়ারীর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মো. শাহআলমের সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় সারা দেশের ন্যায় হাজীগঞ্জে আমরা ৬১০ জন বেকার যুবক-যুবতী ন্যাশনাল সার্ভিসের আওতায় কর্মরত আছি।
তারা বলেন, নভেম্বর মাস আমাদের শেষ কর্মমাস। এরপর আবারো আমরা বেকার হয়ে পড়বো। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হবে। তাই মানবতার মা, মাননিয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। তিনি তার সাহসি ও বলিষ্ট নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের অনেক সেক্টরকে জাতীয়করণ করেছেন। আমরা আশাবাদী, তিনি আমাদেরকেও জাতীয়করণের মাধ্যমে একটি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থার পথ সুগম করবেন।
অবস্থান কর্মসূচীতে সভাপতিসহ আরো বক্তব্য রাখেন, উপদেষ্টা সদস্য মো. মহিউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক মো. সোহেল হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার প্রমুখ। এ সময় ন্যাশনাল সার্ভিসে কর্মরত সদস্যরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…