• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

 ডাকাতি ঠেকাতে ঝোঁপঝাড় পরিষ্কার অভিযানে শিশির

আপডেটঃ : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

 

অমরেশ দত্ত জয়ঃ

চাঁদপুরের কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহাজাহান শিশির  উপজেলায় ডাকাতি ঠেকাতে রাস্তার দু’পাশের ঝোঁপঝাড় পরিষ্কারের অভিযান শুরু করেছেন।

২৮ অক্টোবর সোমবার তাকে উপজেলার কচুয়া থেকে সাচার রাস্তা পর্যন্ত অভিযান করতে দেখা যায়।এ সময় তাকে এ অভিযানে সহযোগিতা করেন কচুয়া উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিট এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা।

এ ব্যপারে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান শিশির জানান,কচুয়া থেকে সাচার পর্যন্ত রাস্তায় রাত বাড়লে ডাকাতিও বেড়ে যাওয়ার অভিযোগ আসে।এমন অভিযোগ আসার পর কচুয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে রাস্তার দু’পাশের জঙ্গল পরিষ্কার করার জন্য অভিযানে নেমে পড়ি। প্রায় দশ দিনের মত এই অভিযান চলছে।

তিনি আরো জানান, আমি চেষ্টা করবো কচুয়া থেকে সাচার পর্যন্ত রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সোলার লাইট বসানোর ব্যবস্থা করতে।এ ব্যপারে আমি সবার সহযোগিতা চাই।যাতে আমি সবার অনুপ্রেরণায় আরো বেশি বেশি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করতে পারি। সড়কে জনগণের যাতায়াত নিরাপদ করতে ঝোপঝাড় পরিষ্কারের এ কাজ শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…