• শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

চাঁদপুরে সংবাদপত্র রিপোর্টিং কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেটঃ : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

 

অমরেশ দত্ত জয়ঃ বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট পরিচালিত ‘সংবাদপত্র রিপোর্টিং কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার দিনব্যাপী চাঁদপুর প্রেসক্লাবে ‘সাপ্তাহিক পাঠক সংবাদ’ পত্রিকার আয়োজনে এই কর্মশালা হয়।কর্মশালার উদ্বোধনকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন,মফস্বল শহরে সাংবাদিকতার জন্য সাংবাদিক কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এতে করে সাংবাদিকতা পেশার দক্ষতা অর্জনে অনেকটা সহায়তা হয়।আমরা চাইবো এই ধরনের কর্মশালা থেকে প্রশিক্ষণার্থী সাংবাদিক ভাইরা প্রশিক্ষণ নিয়ে সমাজের কল্যাণে কাজ করবে।এতে প্রধান অতিথির বক্তব্যে পাওয়ার সেল,বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন,চাঁদপুরকে মডেল জেলায় রূপান্তর করতে কাজ চলছে।আর সে কাজকে সম্পূর্ণ করতে সাংবাদিক ভাইদের সহযোগিতা প্রয়োজন।তবে লক্ষ্য রাখতে হবে সাংবাদিক ভাইদের মধ্যে যাতে
নৈতিকতা বজায় থাকে।আমরা সাংবাদিক ভাইদের সফলতা কামনা করছি।এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাপান আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান,উত্তরা রোটারী ক্লাবের সভাপতি সুরাইয়া তালুকদার,পাঠক সংবাদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক আব্দুল হাই,যুগ্ম সম্পাদক আলী আক্কাস তালুকদার,সহ-সম্পাদক গাজী রহমত উল্লাহ।সাপ্তাহিক পাঠক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে এবং পাঠক সংবাদ পত্রিকার প্রতিনিধি আরিফুল ইসলাম শান্তের পরিচালনায় এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত অংশগ্রহণকারী ৮২ জন সংবাদ কর্মীকে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুহাম্মদ আবু হানিফ খান।প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সম্মাননা সনদ তুলে দেন অতিথিরা।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…