• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্স কমিটির সভা

আপডেটঃ : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

 

অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরে ৯ হতে ৩০ অক্টোবর ২০১৯ খ্রি. পর্যন্ত মোট ২২দিন প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা সংক্রান্ত বিষয়ে জেলা টাস্কফোর্স কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস অধিদপ্তর চাঁদপুরের আয়োজনে করা হয়েছে। বুধবার সকালে এ সভায় সভাপতির বক্তব্যে জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন,নদীতে মাছ রক্ষায় ঝাঁপিয়ে পড়তে হবে।কোনমতেই নদীতে মাছ ধরতে জেলে নামতে দেওয়া হবে না।১ অক্টোবর নৌ র‍্যালী হবে সকাল ১১ টায়।চেয়ারম্যানদের ওপর যাতে মানুষ আস্থা রাখতে পারে সেদিকে নজর রাখতে হবে।ইলিশ উৎপাদন বৃদ্ধি করতে আমাদের যা করনীয় আমরা সেটাই করবো।এ সময় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান উপস্থিত বিভিন্ন জনের মতামত শুনেন ও দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।জেলা মৎস কর্মকর্তা আসাদুল বাকির পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,স্বাধীনতাপদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী,হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নূর হোসেন,জেলা প্রাণী সম্পদ বিষয়ক কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিন,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,জেলা মৎসজীবীলীগ সভাপতি মালেক দেওয়ান,জেলা নৌকা মালিক সমিতির সভাপতি শাহ-আলম মল্লিক প্রমুখ।সভায় মৎস সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ,জেলা পুলিশ ও নৌ পুলিশের প্রতিনিধি,ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য,ইউপি সচিব,সাংবাদিক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…