• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

মতলব রসুলপুর মাদ্রাসা একদিন এম,পি,ও ভুক্ত হবে, এই আসাতেই একুশটি বছর কাটিয়ে দিলাম!

আপডেটঃ : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

সফিকুল ইসলাম রিংকু:
মতলব (দঃ) এর রসুলপুর আননিছা দাখিল মাদ্রাসার সুপার তারিকুল ইসলাম একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, মাদ্রাসা একদিন এম,পি,ও ভুক্ত হবে, এই আসাতেই একুশটি বছর কাটিয়ে দিলাম। এখন চাকরি জীবনের প্রায় শেষ সময়ে আছি। জানিনা চাকরি জীবন শেষ হওয়ার আগে আশাটি পুরন হবে কিনা। মাদ্রাসার সুপার মোঃ তারিকুল ইসলাম আরও বলেন, রসুলপুর আননিছা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, উননিশো তিরাশি সালে। আমি উননিশো আটানব্বই সালে মাদ্রাসায় যোগদান করি। বর্তমানে মাদ্রাসায় তিনশত দশজন শীক্ষার্থী আছে এবং শিক্ষক সংখ্যা চৌদ্দজন। গত এক বছর শিক্ষকের বেতন দিতে পারছিনা। আমাদের চাঁদপুর এর কৃতি সন্তান মাননীয় শিক্ষামন্ত্রী ডঃ দীপু মনির কাছে আকুল আবেদন করছি, বিষয়টি বিবেচনায় নিয়ে আমাদের প্রতিষ্ঠানটি যেন এম,পি,ও ভুক্ত করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…