• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:১১ অপরাহ্ন

চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম

আপডেটঃ : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

 

ষ্টাফ রিপোর্টার
চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম ।  সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. মিজানুর রহমান। তিনি বলেন, এই সংক্রান্ত অর্ডার হলেও চাঁদপুরে তিনি কত তারিখে যোগদান করবেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মাহবুবুর রহমান বর্তমানে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন।

মাহবুবুর রহমানকে ২০১৭ সালে ১৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গার এসপি হিসেবে বদলী করা হয়। এর পূর্বে তিনি ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে বিশেষ শাখার ইমিগ্রেশন পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম ২০ তম বিসিএস (পুলিশ) ক্যাডার পেয়ে বাংলাদেশ পুলিশে সহকারি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

এদিকে নতুন পুলিশ সুপারের আগমণের সংবাদ জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানানো শুরু করেছেন অনেকে।

উল্লেখ্য, চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির বিপিএম, পিপিএম সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায় তিনি ঢাকা রেঞ্জে বদলি হয়েছেন ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…