• রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

চাঁদপুরে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বিশাল মিছিল

আপডেটঃ : বুধবার, ২১ আগস্ট, ২০১৯

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন পাওয়ায় গতকাল মঙ্গলবার চাঁদপুর শহরে বিশাল মিছিল করেছে জেলা ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ মিছিল করা হয়। মিছিলে সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন। গতকাল বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের হয়। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি প্রমুখ।

মিছিলে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হেলাল হোসাইন, চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, চাঁদপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারী, ছাত্রলীগ নেতা মাহবুব, আরাফাত, অপু কুমার বিশ্বাস প্রমুখ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…