অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেছেন,শ্রী কৃষ্ণ মানে প্রেমময় এক পৃথিবী।ধর্মের বাণী পৌঁছে দেওয়ার কাজ কোনভাবেই অসম্পূর্ণ রাখা যাবে না।ধর্মের স্বাশত বাণী সার্বজননিন হওয়া উচিত।সোনার বাংলায় জাতির পিতা বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনারও এই একটাই লক্ষ্য।যেখানে উৎসবের মধ্য দিয়ে সমাজের আপমার জনগণ একসাথে কাজ করবে। ২০ আগষ্ট মঙ্গলবার সকালে জেলায় সুন্দরভাবে জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের সাথে সনাতনধর্মালম্বী ও গণম্যান্য নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি গোপাল সাহার পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়,সহ-সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার,চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর প্রমুখ।সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামী ২৩ আগষ্ট বিকাল ৪ টায় পুরানবাজার হরিসভা থেকে ১টি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।যা শহরের কালীবাড়ী মোড় হয়ে,নতুনবাজার,ছায়াবানী,চিত্রলেখা,জেলা ও দায়রা জজ প্রাঙ্গণ হয়ে কালী বাড়ী মোড় থেকে পুনরায় স্ব স্ব মন্দিরে গিয়ে শেষ হবে।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com