বিশেষ প্রতিনিধি :
ফুলগাজীতে গুজব ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে কর্মসূচি পালিত হয়। গতকাল দেশব্যাপি ডেঙ্গু ও গুজব প্রতিরোধে চলমান কর্মসূচীর অংশ হিসেবে মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও আলী আজম স্কুল এন্ড কলেজে এই কর্মসূচী পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুব উদ্দিন, ফুলগাজী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, মুন্সিরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, আলী আজম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম প্রমুখ।
জনসচেতনতা ও গুজবে কান না দিতে উপস্থিত বক্তারা ছাত্র ছাত্রীদের উদ্যেশে বলেন, গুজবে জড়িয়ে কেউ আইন নিজের হাতে তোলে নিবেন না। যারা আইন নিজের হাতে তোলে নিবেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। ডেঙ্গু থেকে বাঁচতে হলে বাড়ির আশপাশ পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে। সচেতনতাই পারে আমাদের সকল সমস্যার সমাধান করতে