• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

চাঁদপুরের জয়ন্তি হত্যাকান্ডের বিচার চেয়ে জেলা উদীচীর মানববন্ধন

আপডেটঃ : বুধবার, ২৪ জুলাই, ২০১৯

অমরেশ দত্ত জয় :

চাঁদপুরের স্কুল শিক্ষিকা জয়ন্তি চক্রবর্তী হত্যাকান্ডের বিচারের দাবীতে জেলা উদীচী মানববন্ধন করেছে । ২৩ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টায় শহরস্থ অঙ্গীকার পাদদেশে এ মানববন্ধন হয়।

জেলা উদীচীর সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাক জহির উদ্দিন বাবর পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা সিপিবির সভাপতি মণিষা চক্রবর্ত্তী,সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজী,জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক রঞ্জিত চন্দ্র বনিক,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার সর্দার,জেলা সভাপতি মোস্তফা কামাল বাবুল,সদরের সভাপতি সাহাবুদ্দিন পাটওয়ারী,আনন্দধ্বনী

সংগীত শিক্ষায়তনের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু,মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার,মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,ব্যাংকার মজিবুর রহমান,হাসানআী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছমত আরা শাফি বন্যা,জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন বাপ্পী,কোষাধ্যক্ষ প্রণব ঘোষ,সম্পাদক মন্ডলির সদস্য মৈত্রী দত্ত, শাহরাস্থি উপজেলার সদস্য জান্নাতুল ফেরদৌস,যুব ইউনিয়ন নেতা সোহেল রানা,জাগরণ সাংস্কৃতিক সংগঠনের সহ-সাধারন সম্পাদক মোহনা আফরিন মিলি প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন,গত ২১ জুলাই রবিবারে শহরস্থ ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়ন্তি চক্রবর্তীকে ১টি সংরক্ষিত এলাকায় যেই নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হলো।আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সেই সাথে এ ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারের জোড় দাবি রাখছি। বক্তারা আরো বলেন,জয়ন্তিকে হত্যার মধ্য দিয়ে জনমনের সৃষ্টি হওয়া আতঙ্ক প্রশাসন এই ঘৃণ্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দ্রুত দূর করবে এমনটাই প্রত্যাশা করছি। পাশাপাশি প্রশাসন সারা বাংলাদেশে বিভিন্ন সময়ে সংগঠিত গুম,খুন,শিশু ও নারী ধর্ষণে জড়িত দোষীদেরও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে বলে প্রত্যাশা করছি। মানববন্ধনে জেলা উদীচীর বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…