• রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন

 প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করায় আটক -১

আপডেটঃ : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

 মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি বিকৃত করা একটি পোস্ট শেয়ার করায় আলাউদ্দিন (৪০) নামে এ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে আটক করা হয়।

আটক আলাউদ্দিন উপজেলার ভবেরচর ইউনিয়নের কলেজ রোড এলাকার নূর মোহাম্মদের ছেলে। ‘বিডি নিউজ’ (BD News) নামে একটি আইডি থেকে গত ১৩ জুলাই ফেসবুকে ছবিটি পোস্ট করা হয়। আলাউদ্দিন বৃহস্পতিবার তার ফেসবুক আইডি থেকে তা শেয়ার করেন।

আলাউদ্দিনের ফেসবুক আইডিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিকৃত করা ছবির পোস্টটি শেয়ার করার পরপরই অনেকেই তাকে পোস্টটি ডিলিট করতে বলেন। কিন্তু তিনি ডিলেট করেননি। তাছাড়া তিনি বিভিন্ন সময় তার ফেসবুকে ধর্মীয়সহ রাজনৈতিক উসকানিমূলক পোস্ট শেয়ার করেছেন।

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আলাউদ্দিন থানা হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…