• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

চাঁদপুরে গুজব রটানোকারীদের ধরতে সাইবার প্রেট্রোলিং শুরু পুলিশের

আপডেটঃ : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

অমরেশ দত্ত জয়ঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকে যে কোন রকমের গুজব রটানোকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাইবার প্রেট্রোলিং শুরু করেছে জেলা পুলিশ। ১১ জুলাই বৃহস্পতিবার এ তথ্য  নিশ্চিত করেন পুলিশ সুপার জিহাদুল কবির।

তিনি জানান, গুজব রটানোকারীদের আইনের আওতায় আনতে চাঁদপুরে সাইবার প্রেট্রলিং শুরু করেছে ডিবি, থানা পুলিশ এবং জেলা পুলিশের বিশেষ শাখা। ইতিমধ্যেই বেশকিছু ফেসবুক আইডি আমরা সাইবার প্রেট্রোলিংয়ের মাধ্যমে সনাক্ত করেছি।

তাদের ব্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি  আরো বলেন, যেকোনো ধরনের গুজব রটনাকারীর ব্যাপারে পুলিশকে তথ্য দেওয়ার অনুরোধ করছি। আমাদের নামের অফিশিয়াল ফেসবুকে গুজব রটানোকারীদের ব্যপারে তথ্য দিয়ে সহায়তা করুন।

মনে রাখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি করে ১টি দুষ্ট চক্র দেশে নাশকতা ও অস্থিরতা তৈরী করার পায়তারা করছে। তিনি আরো বলেন, গুজব রটানোকারীরা যেকোনভাবে দেশে অনাকাঙিক্ষত পরিস্থিতি তৈরী করতে চায়। এজন্যই গুজব রটানোকারীদের তথ্য পেলে ও তাদের ফেসবুক আইডি দ্রুত পুলিশের নজরে আনুন।

জেনে রাখুন শিশু ধরা বা ছেলে ধরা নামে কিছু নেই। কেউ যদি ছেলে ধরার গুজুব রটিয়ে ফুটপাতে চলা কোন অসহায় পথচারী পাগল কিংবা প্রতিবন্ধীর ওপর অত্যাচার করার চেষ্টা করে। তাদের পরিনতি ভয়াবহ হবে। মনে রাখবেন গুজবের শিকার হয়ে আপনি নিজেও বিপদে পড়তে পারেন তাই সতর্ক হউন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…