নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর সদর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা এবং বিভিন্ন কলেজের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি বলেন, বাংলাদেশে এমন প্রধানমন্ত্রী থাকলে অবশ্যই শিক্ষারর মান বৃদ্ধি পাবে। কোটি কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিচ্ছেন। চাঁদপুরে আমরা কোন ভাবেই পিছিয়ে যেতে দিবো না। আমরা সবাই মিলে কাজ করবো। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল কাজকে দৃশ্যমান করতে করে স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান,স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, পুরানবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আকতার।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com