• বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

হাজীগঞ্জের মাদক ব্যবসায়ী নুরু ১৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

আপডেটঃ : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর জেলা পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম পিপি এম এর নির্দেশে হাজীগঞ্জ থানায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

৮ই জুলাই (সোমবার) এই অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই এম শামীম আহমেদ, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ। এসময় হাজীগঞ্জ থানাধীন তারালিয়া টু মালিগাঁও পাঁকা রাস্তা সংলগ্ন থেকে নুরুল আমিন প্রকাশ নুরু (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, নুরুল আমিন প্রকাশ নুরু হাজিগঞ্জ থানার তারালিয়া (পশ্চিম পাড়া নন্দী বাড়ি) হাজী আব্দুর রশিদ ও রাশিদা বেগমের সন্তান। গ্রেপ্তারকৃত সময় নুরুল আমিন নুরুর কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ থেকে জানা যায় আসামি নুরুল আমিন নুরু বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

এর পূর্বেও ইয়াবাসহ নুরুকে ডিবি পুলিশ কয়েকবার আটক করে। এছাড়াও নুরু গ্রামের সাধারন মহিলাদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাদের সাথে দৈহিক মিলনের ভিডিও করে বারে বারে তাদের ফাঁদের ফেলে লাখ লাখ টাকা চাঁদাবাজী করে। এসব ঘটনায় একবার তাকে আটক করেছিল হাজীগঞ্জ থানা পুলিশ। তখন তার মোবাইল চেক করে মহিলাদের সাথে দৈহিক মিলনের ছবি ও ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…