• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন

 প্রথম ফ্লাইটের সরকা‌রি ব্যবস্থাপনার হজযাত্রীদের ইমিগ্রেশন শুরু‌ হয়েছে

আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

বিশেষ প্রতিনিধি :

প্রথম ফ্লাইটের সরকা‌রি ব্যবস্থাপনার হজযাত্রীদের ইমিগ্রেশন শুরু হয়েছে। বুধবার রাত ১১টায় আশ‌কোনা হজক্যাম্পে ৪১৯ হজযাত্রীর ই‌মি‌গ্রেশন শুরু হয়। ইহরা‌মের সাদা কাপড় প‌রি‌হিত হজযা‌ত্রীরা সুশৃঙ্খলভা‌বে লাই‌নে দা‌ঁড়ি‌য়ে‌ ই‌মি‌গ্রেশ‌নের প্র‌য়োজনীয় কার্যক্রম সম্পন্ন কর‌ছেন।

ধর্ম মন্ত্রণাল‌য়ের একজন দা‌য়িত্বশীল কর্মকর্তা রাত ১২টায় জা‌গো নিউজ‌কে জানান, বিমান বাংলা‌দেশ এয়ারলাই‌ন্সের প্রথম হজ ফ্লাইটটি (বি‌জি-৩০০১) রুট টু মক্কা ইনিশিয়েটিভের অন্তর্ভুক্ত। এ ফ্লাইট‌টি সকাল সোয়া ৭টায় সৌ‌দি আর‌বের উ‌দ্দে‌শে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছে‌ড়ে যা‌বে।‌

তি‌নি জানান, আশকোনা হজক্যা‌ম্পে ই‌মি‌গ্রেশন শে‌ষে ৪১৯ হজযা‌ত্রীকে শাহজালাল বিমানবন্দরে যেখা‌নে সৌ‌দি ই‌মি‌গ্রেশন হ‌বে সেখা‌নে নি‌য়ে যাওয়া হ‌বে। সেখা‌নে আরেক দফা‌ ই‌মি‌গ্রেশন শে‌ষে যা‌ত্রীরা বিমা‌নে উঠ‌বেন।

উ‌ল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জনসহ মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করবেন


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…