স্টাফ রির্পোটার ॥
চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের কোয়া গ্রামে দীর্ঘদিন ধরে প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধ ভাবে ড্রেজারে বালি উত্তোলনের অভিযোগে অবৈধ ড্রেজারের পাইপ, ড্রেজার মেশিন ভাংচুর ও ড্রেজার মালিক আবু তাহের কে ২০ হাজার টাকা জমিানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, কচুয়া পৌরসভাধীন কোয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো: আবু তাহের কয়েক বছর ধরে তার মালিকানাধীন ৪২ শতাংশ জমির উপর ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে আসছেন।
পরে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে অভিযান পরিচালনা করে পরিবশে সংরক্ষন ১৯৯৫ আইনে তাকে এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালকালে উপস্থিত ছিলেন, কচুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআাই) মো. হুময়ান কবির ও এএসআই মোঃ শফিকুল ইসালামসহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com