• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

হাজীগঞ্জে যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯


নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উওর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও মানব খবর পত্রিকার সার্কুলেশন ম্যানেজার মনির হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে কামাল হোসেন,মোঃ ফরিদ,আঃ হালিম,আঃ মালেক,আবুল বাসারসহ অজ্ঞাত ৪/৫ জন ৷

গত কাল (১২ জুন) ঘটনাটি ঘটেছে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তারালিয়া নুর মিয়া মুন্সি বাড়িতে ৷ এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে ৷

ঘটনার সুত্রে  জানাযায় একই বাড়ির কামাল হোসেন (২৭) মোঃ ফরিদ (৩০) আঃ হালিম (৪৯) আঃ মালেক (৪৫) আবুল বাসার (৪৫) অজ্ঞাত ৪/৫ জন সহ নিষেধ অমান্য করে গায়ের জোর খাটিয়ে রাতের আধাঁরে মনির হোসেনদের মালিকানাধীন বসত বাড়ির উঠানের উপর দিয়ে পানি নিস্কাসনের জন্যে ড্রেন/নালা করে গর্ত তৈরি করে ৷

মনিরের পরিবার প্রতিদিনের ন্যায় সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে ড্রেন/নালা দেখতে পেয়ে ড্রেনটি ভরাট করতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে দেশীয় দারালো অস্ত্র (কিরিজ) নিয়ে মনির ও তার পরিবারের উপর অতর্কিত ভাবে হামলা করে ৷ এতে একই পরিবারের ৪ জন আহত হয় ৷ আহতরা হলেন মনির হোসেন (৩৫) আঃ হাই (৫৫) আঃআলী (৫৪) হালিমা বেগম (৫০) ৷

আহতদের হাজীগঞ্জ স্বাস্থ্য কপপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মনিরের অবস্থার বেগতি দেখে চাঁদপুর সদর হাসপাতালে রেপার করেন ৷ প্রত্যক্ষ দর্শি সাইফুল ইসলাম,আঃ জব্বার ও ফাতেমা বেগম সংবাদ কর্মিকে জানান আমরা ভাবতে পারিনি এই ঘটনায় এতটা নিষ্ঠুর ভাবে মনিরকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিবে আমরা এগিয়ে না আসলে হয়তো তাকে মেরেই ফেলতো ৷

তারা অত্যান্ত খারাপ ও ভয়ঙ্কর প্রকৃতির কথায় কথায় দা চেনি বটি নিয়ে মানুষকে মার ধর করতে যায় ভয়ে অনেকে কথা বলেনা ৷ তারা সংবাদ কর্মিকে আরো বলেন আপনারা এলাকায় খবর নেন তারা কথায় কথায় মারা মারি করে জরিমানা দেয় গত কয়দিন আগেও তাদেকে গ্রাম্য সালিশের বিচারে জরিমানা করেছে ৷ এ বিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান ওরা (বিবাদী) খুব খারাপ শুধুই মারামারি করে আমার কাছে প্রায়ই নালিশ আসে ৷

মনিরকে কুপিয়েছে আমি শুনেছি ৷ হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি জানান বিষয়টি জেনেছি এবং অভিযোগ পেয়েছি অন্যায় কারীদের আইনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে ৷ এই রির্পোট লেখা পর্যন্ত এলাকায় থমথমে বিরাজ করছে ৷


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…