হাজীগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে নদগ ১৫ হাজার টাকার জরিমানা করেছে দুই ফার্মেসীকে ভ্রাম্যমান আদালত।
নিবন্ধিত চিকিৎসক না হয়ে, গুরুতর রোগিকে চিকিৎসা দেয়ার অপরাধে অন্তু মেডিকেল হল এবং সুইটি মেডিকেল হলকে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী।
ফার্মেসী দিয়ে এবং নিবন্ধিত চিকিৎসক না হয়ে, গুরুতর রোগিকে চিকিৎসা দেয়ার অপরাধে ও ভোক্তা অধিকার আইনে অন্তু মেডিকেল হলের সত্ত্বাধীকারীকে ৫ হাজার এবং সুইটি মেডিকেল হলের সত্ত্বাধীকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
জরিমানাকৃত দুটি ফার্মেসীসহ অন্যান্য ঔষুধ ব্যবসায়ীদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী।
এ ছাড়াও জনসচেতনতার লক্ষ্যে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন ফলের আড়ৎ পরিদর্শন এবং বাজারের যানজটমুক্ত ও ফুটপাত দখলমুক্ত করনে স্থায়ী ব্যবসায়ীদের দিক-নির্দেশনা নির্বাহী ম্যাজিস্ট্রেট।