• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

মসজিদের হাফেজ নিয়োগকে কেন্দ্র করে ইউপি সদস্যের হামলায় আহত ২

আপডেটঃ : বুধবার, ৮ মে, ২০১৯

শাহরাস্তি প্রতিনিধি :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিন ইউনিয়নের দশনাপাড়া গ্রামেলাল মিয়া জামে মসজিদের হাফেজ নিয়োগকে কেন্দ্র করে ইউপি সদস্যের হামলায় মসজিদের সেক্রেটারী সহ দুই জন গুরুত্বর আহত হয়েছে। এ বিষয়ে শাহরাস্তি থানায় অভিযোগ করা হয়েছে। আহতরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার বিবরনে জানা যায়, দশনাপাড়া গ্রামের লাল মিয়া জামে মসজিদের রমজান উপলক্ষ্যে মসজিদ কমিটি একজন হাফেজ নিয়োগ দেন। ৭ মে বিকেলেস্থানীয় ইউপি সদস্য মোঃ বিল্লাল হোসেনের পিতা তাফাজ্জল হোসেন মসজিদে ময়লা রয়েছে বলে, হাফেজ ইলিয়াছের সাথে দূরব্যবহার করেন। বিষয়টি মসজিদ কমিটির সম্পাদক অবহিত হওয়ার পর এ নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মেম্বারের ছোট ভাই পারভেজএসে মসজিদের হাফেজ ইলিয়াসের সাথে র্দূব্যবহার ও কথা কাটাকাটিহয়। কমিটির সম্পাদক মোঃ আমির হোসেন তাদেরকে ঠেকাতে গিয়ে মোঃ আমির হোসেন ও তার ছেলে মোঃ ইমাম হোসেনের উপর হামলা করে তাফাজ্জল ও পারভেজ। বিল্লাল হোসেন ঘটনা স্থলে এসেই সম্পাদক আমির হোসেনের উপরে অর্তকিত হামলা চালায়। বিল্লাল হোসেন গংদের হামলায় সম্পাদক আমির হোসেন ও তার ছেলে মোঃইমাম হোসেন গুরুত্বর আহত হন। অভিযোগকারীরা জানান, ইউপি সদস্য বিল্লাল হোসেন বিষয়টি না যেনে সেক্রেটারী ও তার ছেলের উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায়। এ বিষয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা ও সুষ্ঠ তদন্তের দাবি জানান। বিল্লাল হোসেন গং সেক্রেটারী আমির হোসেন ও তার ছেলে ইমাম হোসেনকে প্রাণ নাশকের হুমকি ধমকি দিয়ে আসছে। এ বিষয়েইউপি সদস্য বিল্লাল হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…