• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন

হাজীগঞ্জে পৌর মেয়র এতিম শিশুদের সাথে ইফতার করলেন

আপডেটঃ : মঙ্গলবার, ৭ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
হাজীগঞ্জে রমজানের প্রথম দিনে এতিমখানায় ইফতার করলেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।

তিনি মঙ্গলবার  হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক সংলগ্নে রান্ধুনীমুড়া এলাকায় রাহমাতুল্লিল আলামিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে রমজানের প্রথম ইফতার করলেন এতিম শিশুদের সাথে  ।

পৌর মেয়র  বলেন, রমজানের প্রথম দিন এতিমখানা ইফতার আয়োজনে অংশ নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এভাবে যদি সমাজের বিত্তবানরা এতিমখানাগুলোতে ইফতার আয়োজনে অংশ নেয়, তাহলে এতিম শিশু-কিশোরদের মন বিকশিত হবে। তারা নিজেদের অসহায় মনে করবেনা।

রাহমাতুল্লিল আলামীন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্সের প্রধান শিক্ষক মাওলানা মো. শাহজানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য শেষে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ঘনিয়া দরবার শরীফের প্রতিনিধি মাওলানা নেছার আহমেদ।

এতিমখানা কমপ্লেক্সে আয়োজিত ইফতার আয়োজনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র-২ মো. শুকু মিয়া, কাউন্সিলর খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. শাহজামাল হোসেন, প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য আলমাছ রায়হান রানা, পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, পৌর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক হাজী সফিকুর রহমান, ৬নং ওয়ার্ড আাওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহআলম, যুবলীগ নেতা ইকবাল হোসেন মজুমদার, জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় ১০, ১১ ও ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…