• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

নির্মাণাধীন বিল্ডিংয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু

আপডেটঃ : শুক্রবার, ৩ মে, ২০১৯

হাবিবুর রহমান হাবিব॥
হাজীগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শরীফুল ইসলাম (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সকালে বিল্ডিংয়ে পানি দিতে গিয়ে ওই যুবক বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত হয়েছে ।

নিহত শরীফুল ইসলাম হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের মিয়াজী বাড়ীর মাহবুবুল আলম মিয়াজীর বড় ছেলে।

মেম্বার মিরন  জানান শরীফ পাশবর্তী ছৈয়াল বাড়ীর আমির হোসেনেরবিল্ডিংয়ে লেবার হিসেবে কাজ করতো। শুক্রবার ভোরে বিল্ডিংয়ে পানি দেয়ার সময় অসতর্কতাবশঃত বিদ্যুতে শর্ট খেয়ে পড়ে যায় এতে তার মাথা ফেটে যায়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের কাছে নিলে ডাক্তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানার ওসি আলমগির হোসেন রনি জানান, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তাই তার মৃতদেহ ময়নাতন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…