প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৮:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০১৯, ১০:৩৩ পূর্বাহ্ণ
বিয়ে পেছাল ফণীর ছোবলে

মানব খবর রিপোর্ট:
বিয়ের সব আয়োজন চলছিল স্বাভাবিক নিয়েমেই। বিয়ের আয়োজনের মধ্যেই ব্যাপক শোরগোল বাধিয়ে দিল ফণী। আজ শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল থেকেই। তবে হঠাৎ করেই বুধবার বিকেলে কনের বাবার কাছে ফোন এল বর পক্ষের। বলা হলো বিয়ে পেছানোর কথা। কয়েক সেকেন্ড চুপ থাকার পরে শেষ পর্যন্ত বর পক্ষের কথাতেই বিয়ে স্থগিত রাখতে রাজি হয়ে যান তিনি।
ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুরে। শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল গৌতম মণ্ডল ও অনিতা মাইতির। কিন্তু ঘূর্ণিঝড় ‘ফণী’ নিয়ে সতর্কবার্তায় বিয়ে স্থগিত রাখতে বাধ্য হয়েছে দুই পরিবারই।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com
Copyright © 2025 Manob khabor. All rights reserved.