• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন

হাজীগঞ্জ বাজারে ওজনে কম দেয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেটঃ : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ওজনে কম দেয়ায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে ।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে  হকার্স মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ক্রেতা শাহরাস্তি উপজেলার সোনাচো জমাদ্দার বাড়ির বাসিন্দা। তিনি জানান, বাড়িতে মেহমান আসায় মাংস কিনতে এসেছেন। হাজিগঞ্জ বাজার হকার্স মার্কেটের শুভ গোস্ত ভাণ্ডার থেকে দেড় কেজি গোমাংস ক্রয় করেন।

পরে মুদি দোকানে মাংস মেপে দেখেন ক্রেতা। ওজনে কম থাকায় ক্রেতা নিজে প্রতিবাদ করলে অন্যান্য ব্যবসায়ীরা তার সাথে প্রতিবাদে অংশ নেয়। বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল ইসলাম বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া স্যারের নির্দেশে মাংসের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দেড় কেজি মাংসে ৪০০ গ্রাম কম দেয়া এবং নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে মাংস বিক্রির দায়ে জাহাঙ্গীর আলম নামের একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’

বাজার কমিটিকে পৌরসভার সাথে বসে মাংসের মূল্য নির্ধারণ করে মূল্য তালিকা করার পরামর্শ দেয়া হয়। এছাড়াও ফলের দোকানে অতিরিক্ত ওজনের প্যাকেট দিয়ে গ্রাহকদের ঠকানোয় গ্রাহককে টাকা ফেরত দিতে বাধ্য করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…