• বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সপ্তাহব্যাপী মা সমাবেশ অনুষ্ঠিত

আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

হাজীগঞ্জ প্রতিবেদক:

শিক্ষিত মা এক একটি ফুল প্রতিটি ঘর হবে এক একটি স্কুল। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত কল্পে ও শতভাগ ভর্তি নিয়মিত উপস্থিতি শিক্ষার গুণগত মান উন্নয়নের মায়েদের ভূমিকা শীর্ষক অভিভাবক ও সপ্তাহব্যাপী মা সমাবেশে হাজিগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের সহ পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মা সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা বেগম, তিনি বলেন হাজিগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছরই ভালো ফলাফল অর্জন করে আসছে, ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রত্যেকটি শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে উপজেলা এই প্রথম সাত দিনব্যাপী মা সমাবেশে আয়োজন করা হয়েছে।

এতে করে প্রতিটি শিক্ষার্থী ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষা অর্জনে গুরুত্ব বাড়ার জন্য অভিভাবকদের সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে আমাদের আয়োজন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মা সমাবেশের সভাপতি নজরুল ইসলাম তিনি বলেন উপজেলায় যে কয়েকটি স্কুল রয়েছে আমরা চাই সকল স্কুল থেকে ব্যতিক্রম ফলাফল অর্জন করতে, তাই শিক্ষার্থীদের গুনগত শিক্ষার মান অক্ষুন্ন রাখতে অভিভাবক সচেতনতাই পারে শিক্ষার্থীদের মেধাবী করে গড়ে তুলতে। বিদ্যালয় পি টি আই কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মা সমাবেশে বক্তব্যে বলেন বর্তমান যুগ ডিজিটাল যুগ এখানে প্রতিটি শিক্ষার্থীকে প্রতিদ্বন্দ্বী হয় ভালো রেজাল্ট অর্জন করতে হবে তাহলে পরিবার পরিজন ও বিদ্যালয়ের নাম অক্ষুন্ন থাকবে ।এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য সহকারি শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক ও মায়েরা।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…