• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

চাঁদপুরে ২০ কেজি জাটকাসহ আটক-১

আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

মানব খবর ডেস্ক:

মতলব দক্ষিণে মৎস্য অফিসের উদ্যোগে অভিযান চালিয়ে কলাদী গ্রাম থেকে ২০ কেজি জাটকাসহ ফরহাদ নামে এক জেলেকে আটক করা হয়েছে। গত ১০ এপ্রিল অভিযান চালিয়ে জাটকাসহ জেলেটিকে আটক করা হয়। পরে আটককৃত জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদাল পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা। আটক জেলের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার লালপুর গ্রামে। জানা যায়, গত এক সপ্তাহ যাবত উপজেলার বিভিন্ন এলাকায় গোপনে জাটকা বিক্রি করে আসছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…