• বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন

“স্বপ্নীল কন্ঠ” সাহিত্য সাংস্কৃতিক পরিষদ শাহরাস্তি উপজেলা কমিটি গঠন

আপডেটঃ : শনিবার, ৩০ মার্চ, ২০১৯

শাহরাস্তি প্রতিনিধি :

সাহিত্যের সৃজনশীল সংগঠন “স্বপ্নীল কন্ঠ” সাহিত্য সাংস্কৃতিক পরিষদ শাহরাস্তি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল ২৯ মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় উপলতায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কবি ও সাংবাদিক হাসানুজ্জামান নব্য কমিটিকে অনুমোদন প্রদান করেন।

তিনি উক্ত অনুমোদনপত্র কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন। গাজী কবির হোসেনকে সভাপতি ও সিদ্দিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ঘোষিত কমিটিতে সাহিত্য প্রেমী, সাহিত্য পিপাসু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকসহ সৃজনশীল এবং গঠনশীল ব্যক্তিদের অন্তর্ভূক্ত করা হয়েছে। কমিটি ঘোষনার পর আলোচনা সভায় প্রতি মাসের শেষ শুক্রবার বিকেল ৩ টায় সাহিত্য আড্ডা আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…