স্যামসাং টিভি কেন জনপ্রিয়?
স্যামসাং টিভি অন্য সব কিছুকে ছাড়িয়ে। এটি অন্য সমস্ত টিভির চাইতে বেশি জনপ্রিয় শুধুমাত্র এর এলইডি ফিচারের জন্যে। সেরা স্ট্রিমিং টেকনোলজি এবং অত্যাধুনিক টেলিভিশন তৈরির অভিজ্ঞতার জন্যেই এটি বর্তমানে বাংলাদেশের গ্রাহকদের কাছে এখনো একটি জনপ্রিয় ব্র্যান্ড। গ্রাহকদের কাছে এর অনেক বেশি গ্রহণযোগ্যতাই একে অন্য সবার কাছে আরও বেশিমাত্রায় জনপ্রিয় করে তুলেছে। আজকের লেখায় আমরা আলোচনা করবো কেন স্যামসাং টিভি কিনবেন সেই বিষয়টি সম্পর্কে। চলুন তবে জেনে নেওয়া যাক।
কেন স্যামসাং টিভি কিনবেন?
আজকালের বাজারে টিভি একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর আধুনিক ফিচার। এসব ফিচারের অন্যতম কাজ ই হচ্ছে আধুনিকতার ছোঁয়া এবং দামের সহজলভ্যতা। শুধু তাই নয়, টিভি ইন্ডাস্ট্রিগুলোও দ্রুত অগ্রগতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে নিজেকে করেছে আগের চাইতে আরও অনেক বেশি সমৃদ্ধ এবং আর্কষণীয়। বাজারে স্মার্ট টিভির দ্রুত অগ্রগতির অন্যতম কারণ হচ্ছে প্রযুক্তির ব্যবহার, ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি, পণ্যের মূল্য হ্রাস, এবং সম্প্রচার শিল্পকে ডিজিটালাইজড করা।
সাইজের দিক থেকেও স্যামসাং এর টিভিগুলোকে অন্য সবার থেকে আলাদা এবং বেশি স্ট্যান্ডার্ড দেখায়। যার কারণে, বাজারে এদের অবস্থান এবং জনপ্রিয়তা অত্যন্ত গৌরবের। স্ক্রিন প্রযুক্তিতে স্যামসাং টেলিভিশন গুলো সাধারণ ইলেকট্রনিকসের পণ্যগুলো থেকে অনেক বেশি এগিয়ে। ১৯৬৯ সালে ইলেকট্রনিকসের বাজারে প্রথম অনুপ্রবেশকারী হিসাবে স্যামসাং এর পণ্যগুলো টেকসই এর দিক থেকে অনেক বেশি এগিয়ে। স্যামসাং এর টিভি টানা ১৬ বছর যাবত বাজারে শীর্ষস্থানে রয়েছে। এর পাশাপাশি, স্যামসাং এর টিভিতে পাচ্ছেন ৩৩ মিলিয়ন পিক্সেলের রেস্যুলেশন যা দর্শকদেরকে দেয় অভাবনীয় অভিজ্ঞতা। এই ধরনের টিভিতে ছবি বা মুভি দেখলে আপনার চোখের কোন সমস্যা হবেনা।
ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশনের কারণে স্যামসাং এর টেলিভিশনের মধ্যে রয়েছে উন্নত ধরনের সব টেকনোলজি। এটিতে আপনি পাচ্ছেন একদম নতুনত্বের ছোঁয়া। শুধু তাই নয়, ৯৯:১ স্ক্রিন টু বডি রেশিও, ইনফিনিটি যা ছবিকে করে তোলে আরও অনেক বেশি জীবন্ত। এছাড়াও এতে পাচ্ছেন স্মার্ট ডিজাইন, সোলারসেল রিমোর্ট কন্ট্রোল সিস্টেম, মাল্টি ভিউ এ্যাংগেলসহ আরও অনেক কিছু।
এটি ছাড়াও, স্যামসাং এর মধ্যে পাচ্ছেন বিস্ময়কর কোয়ান্টাম প্রযুক্তি যা কিউএলডিএ ফোরকে প্রযুক্তির টিভিগুলোকে নিয়ে যায় আরও উন্নত থেকে উন্নততর পর্যায়ে। স্যামসাং টিভির আরও একটি বিশেষ আর্কষণ হচ্ছে এর লাইফস্টাইল টিভি সিরিজ। এই সিরিজের দুটি বিশেষ প্রোডাক্ট ফ্যামিলি হচ্ছে- দ্য ফ্রেম এবং সেরিফ টিভি। উভয় ধরনের টিভিই আপনার জীবনযাত্রার মানকে উন্নত করতে সক্ষম।
স্যামসাং টিভির দিন দিন জনপ্রিয় হবার এই একটি বিশেষ কারণ যার ফলে এটি অন্য সমস্ত টিভি থেকে এগিয়ে। উদাহরণস্বরূপ, স্যামসাং এর নিও কিঊএলইডি এইটকে টিভি এবং লাইফস্টাইল সিরিজের কথা ধরা যেতে পারে। এই দুটি টিভিই স্যামসাং এর নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেনের কারণে বছরের পর বছর ব্যবহারের পরও গতিশীল অবস্থায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com