হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে উপজেলা টাস্কফোর্স ও নৌ পুলিশের অভিযানে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ১১ জেলেকে আটক করা হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) রাতে এসব তথ্য জানান হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ।
তিনি বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহের ৬ষ্ঠ দিনে অর্থাৎ ৬ এপ্রিল ২৪ ঘন্টার অভিযানে হাইমচর উপজেলায় মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশের সম্মিলিত অভিযানে মোবাইল কোর্টের আওতায় ৪ জেলে আটক করা হয়। এর মধ্যে ১ জনের ১ মাসের কারাদণ্ড এবং বয়স বিবেচনায় অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বাকি ৩ জেলেকে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায়ে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
অপরদিকে একই দিনে নৌপুলিশ নীলকমল ফাঁড়ি কর্তৃক নিয়মিত অভিযানে ৭ জেলে আটক করা হয়। এর মধ্যে ৩ জেলে অপ্রাপ্ত বয়স্ক অভিবাবকের জিম্মায় মুচলেকায় ছেড়ে দেয়া হয়। বাকী ৪ জেলের বিরুদ্বে নিয়মিত মামলা দায়ের করা হয়।
এসব অভিযানে জব্দ করা হয় ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্টজাল এবং ৫০ কেজি জাটকা ইলিশ। কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জাটকা ইলিশ গরীবদের মাঝে বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com