নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বাদ আছর পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির হাজীগঞ্জ পশ্চিম বাজার সোনালী এন্টারপ্রাইজের চতুর্থ তলায় অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার সভায় উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মিরাজ মুন্সির উপস্থাপনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অনুষ্ঠানের সভাপতি ডাক্তার আব্দুল মজিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা আশফাকুল আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মো. আলমগীর মঈন উদ্দিন আহমেদ রুপম, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ক্রীড়া সম্পাদক আবু নোমান রিয়াদ, প্রচার সম্পাদক ইমামুল হাসান হেলাল।
এসময় আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদ মো. ফখরুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সাগর, পৌর সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সহ-সভাপতি মোহাম্মদ মাসুদ আলম বাদল মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. আজগর হোসেন, প্রচার সম্পাদক মো. সুমন, ৬নং বরকল পূর্ব ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. মামুন প্রমুখ।
হাজীগঞ্জে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ইফতারের পূর্বে বাদ আসর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে গরিব, অসহায়, হতদরিদ্র, প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com