গাজী মমিন,ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জে সিএনজি-প্রাইভেটকারের ভয়াবহ সংঘর্ষে সিএনজি চালকসহ ৪ যাত্রী মারাত্বক আহত হয়েছে। এদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
চাঁদপুর-লক্ষ্মপুর আঞ্চলিক মহা সড়কের ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা ফকির বাড়ী এলাকায় ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ৮ ঘটিকার সময় এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ টার দিকে যাত্রীবাহী (ঢাকা মেট্রো-খ ১৩-২৮২৪) প্রাইভেটকার টি চাঁদপুরের দিক থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে দ্রুত গতিতে আসার সময় অপর দিক থেকে আসা যাত্রী বাহী সিএনজি অটোরিক্সাটির সাথে সংঘর্ষ বাঁধে। এ সময় দু’টি গাড়ীই সড়কের বাহিরে প্রায় ১০ গজ দূরে গিয়ে গিয়ে পড়ে প্রাইভেটকারের সামনের অংশ ও সিএনজিটি পুরোপুরি ধুমরে মুচরে যায়। সিএনজিতে থাকা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর বংশী এলাকার আব্দুল খালেকের ছেলে বশির (৪০), আব্দুর রহমানের ছেলে মোশারফ (৩০) ইমাম হোসেন’র ছেলে আনোয়ার হোসেন (৪৫) একই উপজেলার কেরোয়া এলাকার সৈয়দ আহমেদ’র ছেলে মিজানুর রহমান (৩৪) সাঈদ পাটওয়ারীর ছেলে দুঃখী মিয়া (৫০) গুরুতর আহত হয়। স্থানীয়রা মারাত্বক আহত অবস্থায় উদ্বার করে হাসপাতালে পাঠায়। তাদের অবস্থা আশংঙ্খাজনক বলে জানা গেছে। প্রাইভেটকারটি পেলে রেখে চালক পালিয়ে যায় বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য ইউনুছ আহমেদ জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমি থানা পুলিশকে জানিয়েছি, উদ্ধার কাজে সহায়তা করেছি, তবে পাইভেটকারটি দ্রুত গতিতে ছিলো বলে তিনি নিশ্চিত করেছেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পরির্দশক (এসআই) বরকত উল্যা’র নেতৃত্বে সঙীয় পুলিশ ফোর্স পাঠিয়েছি, বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশ্রাফ আহমেদ চৌধুরী জানান, সড়ক দূর্ঘনার ৫জন রোগী হাসপাতালে আসলে তাদের অবস্থা আশঙ্কা জনক দেখে পাঠমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com