• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন

হাজীগঞ্জে হেডফোনে গান শুনা অবস্থায় ট্রেনে কাটা পড়ল যুবক!

আপডেটঃ : শনিবার, ৯ মার্চ, ২০১৯

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে হেডফোনে গান শুনা অবস্থায় ডেমু ট্রেনে কাটা পড়ে মো. রতন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

০৯ মার্চ শনিবার সকাল ১১ টায় হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত রতন পাবনা সদরের ১২নং ওয়ার্ড চকপৈলানপুর (নয়নামিত) গ্রামের মো. কালু মিয়ার ছেলে। সে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর শাহরাস্তি জোনাল অফিসে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী এক জনক মহিলা ও তার সহকর্মীরা জানান, শনিবার সকালে চাঁদপুর-লাকসাম রেল লাইনের এনায়েতপুর নামক স্থানে রতন তার মুঠোফোনে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে হাট ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা লাকসামগামী ডেমু ট্রেনের বারবার হুইসেল ও সহকর্মীদের চিৎকারও শুনতে পাননি তিনি। ফলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

 নিহতের পরিবারে একটি মেয়ে সন্তান রয়েছে।

পল্লী বিদ্যুতের এজিএম (প্রশাসন) জহুরুল ইসলাম জানান, শনিবার এনায়েতপুর নামক স্থানে রেল লাইন সংলগ্ন এলাকায় পল্লী বিদ্যুতের মেনটেন্সের কাছ চলছিল। মেনটেন্সের মালামাল নিয়ে সকালে ড্রাইভার রতন ওই এলাকায় যায়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠানো এবং চাঁদপুর রেলওয়ে থানার পুলিশও ঘটনাস্থলে এসে লাশ নিয়ে যায়।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…