• রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

প্রিয় নবীর জন্য যেকোনো ত্যাগ স্বীকারে জীবন দিতেও প্রস্তুত : সোলায়মান বিন কাসেম

আপডেটঃ : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

জিসান আহমেদ নান্নু,কচুয়া ॥
১২রবিউল প্রিয়নবী হযরত মুহাম্মদ (স:) দুনিয়াতে আগমনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে কচুয়ার সফিবাদ দরবার শরীফের উদ্যোগে ও মুফতি মুহাম্মদ সোলায়মান বিন কাসেমের নেতৃত্বে মোবারক র‌্যালি উদযাপন করা হয়েছে। ২০ অক্টোবর বুধবার সকালে কচুয়ার ডাক বাংলো ঈদগা ময়দানে মোবারক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি কচুয়া পৌরসভার বিভিন্ন গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় ঈদগা ময়দানে মিলিত হয়। প্রিয়নবী হযরত মুহাম্মদ (স:) ১২রবিউল দুনিয়াতে আগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সফিবাদ দরবার শরীফের পরিচালক ও আন্তর্জাতিক ইসলামিক স্কলার মিডিয়া ব্যক্তিত্ব মুফতি মুহাম্মদ সোলায়মান বিন কাসেম।
এসময় তিনি বলেন, এদিনে প্রিয় নবী দু-জাহানের বাদশা হযরত মুহাম্মদ (সা:) পৃথিবীতে আগমন করে আমাদের ধন্য করেন। আমরা হযরত মুহাম্মদ (সা:) এর উম্মত হতে পেরে খুবই আনন্দিত ও গর্ববোধ করছি। বিশেষ করে কচুয়ার ধর্মভীরু মানুষ হিসেবে প্রিয় নবীর আগমন বার্তায় ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে উৎসাহ উদ্দীপনা দেখে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রিয় নবী এই আগমন বার্তা মুসলমানদের মনে আনন্দ উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রিয়নবীর জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা জীবন দিতে প্রস্তুত। এসময় গাজী ওমর ফারুক ও মাও. মুফতি শরীফ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে কচুয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রিয়নবী হযরত মুহাম্মদ (স:) ১২ রবিউল দুনিয়াতে আগমনে আলেমগন জমায়েতে মিলিত হন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…