প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ৯:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২১, ১২:০৫ পূর্বাহ্ণ
হাজীগঞ্জে ঘটে যাওয়া পরিস্থিতি পরিদর্শনে ডা. জাফরুল্লাহ চৌধুরী ও জোনায়েদ সাকি
মোহাম্মদ হাবীব উল্যাহ্
গত বুধবার পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে ৪জন নিহত হওয়ার ঘটনায় উদ্ভুত পরিস্থিতি সরজমিনে পরিদর্শনে আজ হাজীগঞ্জে আসছেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। রোববার সকাল সাড়ে ১১টায় হাজীগঞ্জে উপস্থিত থাকবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তাঁর প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।
ডা. জাফরুল্লাহ চৌধুরী নেতৃত্বে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ৬৯‘ শহীদ আসাদের ছোট ভাই ডাঃ নুরুজ্জামান ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমূখ।
এদিন সকাল সাড়ে ১১ টায় ডাঃ জাফরুল্লাহ চৌধুরী ও তাঁর পরিদর্শন টিম হাজীগঞ্জে পৌঁছে নিহতদের পরিবারের সাথে সহানুভূতি জানাবেন ও এলাকাবাসী এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলে পরিদর্শন শেষে দুপুর সাড়ে বারটায় হাজীগঞ্জে জাফরুল্লাহ চৌধুরীসহ নেতৃবৃন্দ গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে কথা বলবেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com
Copyright © 2024 Manob khabor. All rights reserved.