মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে পরিমাপে কম দেয়া ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টে অর্থ জরিমানা করা হয়েছে। ৬ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজার, দোয়াভাঙ্গা ও রাঢ়া মৌলভী বাজারস্থ কয়েকটি রড সিমেন্টের দোকান, খুচরা জ্বালানি তেলের দোকান ও ২টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় গ্রাহককে ওজনে কম দেয়া ও বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতীত ওজন পরিমাপক যন্ত্র ব্যবহারের অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮' এর বিভিন্ন ধারায় ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন ।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন কুমিল্লা জেলার বিএসটিআইয়ের পরিদর্শক ও শাহরাস্তি থানা পুলিশের একটি টিম। উপজেলা প্রশাসন সূত্রে জানায়
আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com