• বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

চাঁদপুর জেলা পরিষদের ১০ লাখ টাকার শিক্ষা বৃত্তির চেক প্রদান

আপডেটঃ : শুক্রবার, ১ মার্চ, ২০১৯

চাঁদপুর : চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী।

অনুষ্ঠানে চাঁদপুর জেলার ৮ উপজেলার এসএসসি, এইচএসসি ও সমমানের ৩শ’ ১১ জন শক্ষার্থীর মাঝে ১০ লক্ষ ২ হাজার টাকার শিক্ষা বৃত্তি চেক বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন, আজকের এই বৃত্তি তোমাদের মেধার স্বীকৃতি। ভবিষ্যতেও তোমরা আরো ভালো ফলাফল অর্জন করবে বলে আমরা বিশ^াস করি। পড়াশুনা করে তোমরা দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করবে।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদ সচিব মো. মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধরসহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…