গাজী মমিন, ফরিদগঞ্জ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে হ্যান্ডস্যানিটাইজার বিতরণ, বৃক্ষরোপণসহ আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান কর্মসূচি পালন করেছে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কমিউনিটি পুলিশিং’র সভাপতি সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণ নাথ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সহকারি অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পাটওয়ারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী মমতাময়ী নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের গরিব-দুঃখী মেহনতী মানুষসহ সমগ্র বাংলাদেশকে বটবৃক্ষের মতো ছায়াতে রেখেছেন৷ তাই প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কলেজ ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। ছাত্রলীগের এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে। প্রধানমন্ত্রীর জন্মদিনে পরিবেশ সুরক্ষায় ছাত্রলীগ যে আয়োজন করলো সত্যি এটা দৃষ্টান্ত। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরনের বিষয়ে বলেন, চলমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় দেশের মানুষকে জীবন রক্ষায় জননেত্রী শেখ হাসিনা যে ভাবে ঝাঁপিয়ে পড়েছেন, তা পৃথিবীর মানুষের কাছে চির স্মরনীয় হয়ে থাকবে। জাতির জনকের নীতি আদর্শকে ভালোবেসে দেশের বিপদে আপদে মানুষের পাশে দাড়ানোই হলো ছাত্রলীগের দায়িত্ব।
বাংলাদেশ ছাত্রলীগ ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখার সভাপতি মো. মনির হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, ফয়সাল আহম্মেদ ও নজির আহম্মেদ।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com