চাঁদপুর প্রতিনিধি:
“অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বক্তব্যে বলেন, কোভিড মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন খাত। সুস্থ অবস্থায় যখন ফিরে যাবে তখন পর্যটন খাতটি অপার সম্ভাবনাময় রয়েছে। যারা আমাদের দেশে ঘুরার জন্যে আসতে চায়, তাদেরকে ঘুরার ব্যবস্থা করে দিতে ট্যুর অপারেটরদের। পাশ্ববর্তী দেশে মোড়ে মোড়ে ট্যুর অপারেটর অফিস থাকে। ট্যুরিস্টরা টাকার বিনিময়ে চায় একটু ভালো সেবা। সেইরকম আমাদের দেশেও ওইব্যবস্থা করতে হবে। ট্যুরিরিজম বা পর্যটনের ক্ষেত্রে চাঁদপুর মোলহেডই ঠিকানা নয়। চাঁদপুরের অনেক ভালো ভালো স্থান রয়েছে দেখার মতো। অনেক লোক আসে এইখানে ঘুরার জন্যে কিন্তু ঘুরতে এসে বসার জন্যে স্থান নেই বা শিশুরা খেলার জন্যে কোন বিনোদনের জিনিস নেই তাই আমরা উদ্যোগ নিয়েছি মোলহেডকে সংস্কার করা হয়েছে। আমি চাই এ জেলায় পর্যটনের বিকাশ হোক। যার যে অবস্থান থেকে তুলে ধরতে হবে। তাহলে এ জেলায় পর্যটনের বিকাশ ঘটবে। সবাইকে নিয়ে চাঁদপুরকে এগিয়ে নিতে চাই। জেলা প্রশাসক আরো বলেন, সরকার নির্ভরতা আমাদের কমাতে হবে। প্রচার প্রচারনা ও ব্যবসা ব্যবস্থা বেসরকারিভাবে উদ্যোগ নিয়ে করতে হবে। জেলা প্রশাসন থেকে বলা হয়েছে মোলহেড থেকে পানিতে নামা যাবে না। বড়স্টেশন মোলহেড নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আমাদের এসব পরিকল্পনা বাস্তবায়নে রেলওয়ের সহযোগিতা লাগবে। মানুষ এখন ঘরে থাকতে চায় না, মানুষ এখন ঘুরতে চায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনামুল হাসান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি কাজী শাহাদাত প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com