• সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

শাহরাস্তি উপজেলা নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১ জনের বাতিল

আপডেটঃ : শুক্রবার, ১ মার্চ, ২০১৯

শাহরাস্তি প্রতিনিধি : আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল ও চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন খান (২৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে এসব মনোনয়ন বৈধ ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান জানান, শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এছাড়া চেয়ারম্যান পদে ফরিদ উল্যাহ চৌধুরী (আওয়ামী লীগ), মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারি (স্বতন্ত্র), মোঃ খিজির হায়দার (স্বতন্ত্র), বাবুল মিজি (স্বতন্ত্র) ও মোঃ ইমদাদুল হক পাটোয়ারি (ই.ফ্রন্ট), ভাইস চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম মোল্লা, তোফায়েল আহমেদ ইরান, মোঃ ওমর ফারুক পাটোয়ারী, মোঃ সেলিম খান ও মোঃ ইব্রাহীম খলিল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার, মোহসেনা আক্তার, কামরুন্নাহার ও শাহনাজ আক্তারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

তফসিল অনুযায়ী আগামী ৭ মার্চ প্রার্থিতা প্রত্যাহার, ৮ মার্চ প্রতীক বরাদ্দ ও ২৪ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…