বিশেষ প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নে করোনা রোগীদের অক্সিজেন সেবা দেয়ার লক্ষ্যে ৩টি অক্সিজেন সিলিন্ডার ও সরবরাহকারী সরঞ্জাম প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মাঝিগাছা জামালিয়া বাজার সংলগ্ন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা যুবলীগের সহ-সভাপতি,সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রাজীব আহমেদ রাজুর উদ্যোগে মাঝিগাছা গ্রামবাসী ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এসব অক্সিজেন সিলিন্ডার ও সরঞ্জাম প্রদান করা হয়।
কচুয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু বলেন, করোনায় পরিস্থিতিতে দেশে অর্থনীতি ও সাধারন মানুষের জীবনযাত্রা ব্যহত হচ্ছে। বর্তমানে করোনায় সাধারন মানুষ চিকিৎসা সেবা পেতে কষ্ট হচ্ছে। আর কষ্টকে দূর করতে আমরা এলাকা ভিত্তিক অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছি। তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ইতিমধ্যে কচুয়ার মানুষের জন্য অক্সিজেন সেবা পেতে সিলিন্ডার প্রদান করেছেন। তাই সরকারের পাশাপাশি প্রতিটি এলাকায় বিত্তবানরা এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এসময় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিঞা মো. সোহেল,ইউনিয়ন পরিবার কল্যান পরিদর্শিকা (এফডব্লিউবি) রাবেয়া বসরী,যুবলীগ নেতা বিল্লাল হোসেন,হুবায়েব প্রধান,ছাত্রলীগ নেতা আকতার হোসেন লাল,এসএম শরীফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com