শিমুল হাছান:
দ্বিতীয় দফায় কঠোর লকডাউনের প্রথম দিনে ফরিদগঞ্জে মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে।
২৩ জুলাই শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্টেট শারমিন আক্তার এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ফরিদগঞ্জ বাজার, প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন, রূপসা রাস্তার মোড়, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড, অফিস সংলগ্ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন, চরমুঘুয়া (বটতলী), সাহেবগঞ্জ, চৌমুহনী বাজার (সাহেবগঞ্জ), বর্ডার বাজার ও গৃদকালিন্দিয়া বাজারে মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে এবং নিষিদ্ধ ভাবে দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৯টি মামলায় ৭ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত মোবাইলকোর্ট পরিচালনায় সহায়তা করেন ফরিদগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্টেট শারমিন আক্তার বলেন, সরকারি নির্দেশনা না মানায় জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com